সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ।
আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ
সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে কর্মরর্ত সাংবাদিকদের প্রতিবাদ সভা ও সমাবেশ এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১৬ফেব্রয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, হেলাল আহমেদ, হারুন অর রশিদ খান হাসান, মো. ইসমাইল হোসেন, হীরক গুন, আমিনুল ইসলাম খান রানা, ইসরাইল হোসেন বাবু, সুকান্ত সেন, জহুরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে গভীর রাতে দরজা ভেঙ্গে মারধর ও আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেন। অপর দিকে মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান, স্টাফ রিপোর্টার আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল প্রযুক্তি আইনে মামলা দায়ের, মাদারীপুরের সাংবাদিক সাবরীন জেরিনের উপর হামলা, নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল কে খুজে বের করা, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্টার মাহবুবুল হকসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির করার প্রতিবাদ এবং কুড়িগ্রামের জেলা প্রশাসক পারভিন সুলতানা ও সহকারী কমিশনার নাজিম উদ্দিনসহ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। প্রতিবাদ সমাবেশে জেলার র্কমরত বিভিন্ন প্রিন্ট ও ইলকেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলনে।