সলঙ্গা থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন, রায়হান গফুর সভাপতি ও আতাউর রহমান লাভু সাধারণ সম্পাদক নির্বাচিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
দীর্ঘ ৮ বছর পর সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । এ সন্মেলন শেষে প্রতিদন্ডি প্রার্থী না থাকায় সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুকে নির্বাচিত করা হয় ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান।
ত্রি-বার্ষিক সম্মেলনে সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত এস এম কামাল হোসেন, প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ মেরীনা জাহান কবিতা, বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিরাজগন্জ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগন্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, সিনিয়র সহ- সভাপতি ও জেলা জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমান, সিনিয়র সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বীমল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ শফিকুল ইসলাম শফি, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুলসহ প্রমুখ ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু ।
দলীয় সূত্র জানায় গত ২০১৩ সালের জুন মাসে সর্বশেষ সলঙ্গা থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল । দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমও ঝিমিয়ে পড়েছিলো । সেই সঙ্গে স্থবির হয়ে পড়ে সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমও । বৃহস্পতিবারের এ সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ডি প্রার্থীতা না থাকায় আলহাজ্ব রায়হান গফুরকে সভাপতি ও আতাউর রহমান লাভুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে ।