সলঙ্গার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বড়গোঁজায় বাস উল্টে নারীসহ ছয় জন নিহত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বড়গোঁজা ব্রীজ এলাকায় বাস উল্টে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে ১৫জন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বড়গোঁজা ব্রীজ এলাকায় এঘটনাটি ঘটেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান,ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোঁজা ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের রাস্তায় একটি অটোভ্যানের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা এক নারীসহ ছয়জন মারা যায় এবং অন্তত ১৫ জন হয়।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।