উল্লাপাড়া

সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ায় শফিকে মন্ত্রী হিসাবে দেখতে চান উল্লাপাড়া বাসী

উল্লাপাড়া প্রতিনিধিঃ

বারবার সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফিকে মন্ত্রী হিসাবে দেখতে চান উল্লাপাড়া বাসী ।

রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ।

নৌকা প্রতীক নিয়ে তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ২০ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় প্রার্টির (লাঙল প্রতীক) মোঃ হিলটন প্রামানিক পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু’)র মশাল মার্কার প্রার্থী মোস্তফা কামাল বকুল পেয়েছেন ২ হাজার ৯ শত ৬৪ ভোট। তিনি গত ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১ লাখ ৬৬ হাজার ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন । তার এই বারবার বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় উল্লাপাড়া বাসী মন্ত্রী হিসাবে দেখতে চান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফিকে ।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা সুলতানা এ ফলাফলের তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়ায় একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। এতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ, ৪৩ হাজার, ৪৪৩ জন । পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ, ২৭ হসজার, ১৪৮ জন । নারী ভোটার সংখ্যা ২ লাখ, ১৬ হাজার, ২৮৪ জন । এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ০৮ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১৩৭ টি।

মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়া,  সিরাজগঞ্জ