সরিষা বোঝার দড়িতে ফাঁস লেগে শিশুর মৃত্যু-তাড়াশে
সিরাজগঞ্জের তাড়াশে সরিষার বোঝা মাথা থেকে পড়ার সময় ওই বোঝার দড়ি গলায় আটকে প্রাণ গেল শাকিল আহম্মেদ (১২) নামে এক কিশোরের।
শনিবার বিকেলের দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোটমাঝদক্ষিণা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের মো. হারান উদ্দিনের ছেলে।
দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, সকাল থেকেই শিশু শাকিল নিজেদের ক্ষেতের সরিষার বোঝা বাড়িতে নিয়ে আসছিল। দুপুরে বোঝা নিয়ে বাড়ির কাছাকাছি এলে বোঝার দড়ি গলায় পেচিয়ে নিশ্বাস বন্ধ হয়ে শাকিল ঘটনাস্থলেই মারা যায়।