সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্ট্রেশন ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্ট্রেশন ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জামালপুর গণপুর্ত বিভাগের বাস্তবায়নে ৪ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট ভবন নির্মান কাজের উদ্বোধন করেন প্রধান অতিথী হিসেবে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগীয় ডিসি আবুল হোসেন,জেলা এডি প্রাননাথ সাহা,ডি এ সি আব্দুর রাজ্জাক,জামালপুর গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোবারক হোসেন,উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন,জেলা তথ্য অফিসার নুরন্নবী খন্দকার,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু জাফর শিশা,উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,জে এফ সি এল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম,সাধারন সম্পাদক শফিকুর রহমান,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্ম্ধসঢ়;দ মাজেদুর রহমান,ইউপি চেয়ারম্যান মনছুর আলী খান,তারাকান্দি ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক,যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল,সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আব্দুল কাইয়ুম,পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্র সংসদের জি এস রাজন আহম্মেদ,উপজেলা ছাত্র লীগের সভাপতি প্রার্থী শরীফ আহম্মেদ নীরব সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।