সরিষাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে ঢেউটিন ও চেক বিতরন
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে হতদরিদ্রদের মাঝে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে-দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ঢেউটিন ১১০ বান্ডেল ঢেউ টিন ও প্রতি বান্ডেলের গৃহ নির্মানের অর্থের চেক ৩ হাজার টাকা করে ৮১ টি পবিারকে ও ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ২৯ বান্ডেল ঢেউ টিন ও চেক
বিতরন করা হয়েছে। ঢেউ টিন ও গৃহ নির্মানের অর্থের চেক বিতরন অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর সভাপতিত্ব করেন।এতে উপজেলা র্নিবাহী অফিসার সাইফুল ইসলাম প্রধান অতিথী হিসেবে উপকার ভোগীদের মাঝে ডেউটিন ও চেক তুলে দেন।এসময় উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মানু,যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল,জিএস মাহমুদুল হাসান দুখু,শ্রমিকলীগ নেতা মোখলেছুর রহমান মিশু সহ গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন। উল্লেখ স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানায়য়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসানের নিদের্শনায় শতভাগ হতদরিদ্ররা ডেউটিন ও অর্থের চেক পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।