জাতীয়

সরিষাবাড়ীতে স্বেচ্ছা সেবকলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ঢুরিয়ার ভিটা গ্রামের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটেছে। আহতের পরিবার পরিজন সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা
বাবুকে রাত দেড়টার দিকে একদল মুখোশধারী দুবৃর্ত্ত ঘুম থেকে ডেকে তোলে বাড়ীর গেটে এনে অর্তকিত ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় বাবুর ডাক চিৎকারে পরিবারের লোকজন ডাকাডাকি করলে দুর্বৃত্তরা বাবুকে মৃত ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হুদা বাবুকে তার পরিবার পরিজন উদ্ধার করে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।