সরিষাবাড়ীতে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে স্বামীর বিরুদ্ধে গৃহবধূ শায়লা আক্তার শিখা (১৯) নামে শ্বাসরোধ করে হত্যা’র অভিযোগ তুলেছেন নিহতের পরিবার । এ ঘটনাটি গত বৃহসপতিবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে ঘটেছে।এ ঘটনার পর থেকে স্বামী আলামিন মিয়া ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে। সরিষাবাড়ী থানা পুলিশ খবর পেয়ে নিহত গৃহবধূ শায়লা আক্তার শিখার লাশ গতকাল শুক্রবার সকাল ৯টায় ঘাতক স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ি গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এর ছেলে কুটির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী আলামিনের সাথে একই ইউনিয়নের দোলভিটি গ্রামের লুৎফর রহমানের মেয়ে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজে এইচ এস সিতে অধ্যায়নরত ছাত্রী শায়লা আক্তার শিখার সাথে ৮ মাস পূর্বে বিবাহ হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে শায়লা আক্তার শিখা (১৯) রান্না ও সাংসারিক কাজ করতে অনভিজ্ঞ হওয়ায় শাশুড়ী আঙ্গুরী বেওয়ার সাথে মাঝে মধ্যেই কথাকাটাকাটি হতো। এ নিয়ে ঈদউল ফিতরের আগের দিন ফের শাশুরী আঙ্গুরী বেওয়ার সাথে পুত্রবধু শিখার ঝগড়া বাধে।এর ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে স্বামী আলামিন মিয়ার সাথে স্ত্রী শিখার ঝগড়া’র এক পর্যায়ে রাতে শিখা কে স্বামী আলামিন ও পরিবারের লোকজন শ্বাধরোধে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়্ধসঢ়; । স্থানীয় লোজনের মাঝে ও নিহতের পরিবার পরিজন খবর পেয়ে ঘটনাস্খলে হাজির হন এবং পুলিশকে খবর দেন। পরে সরিষাবাড়ী থানার এস আই রফিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা গতকাল শুক্রবার সকাল ৯টায় নিহতের লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত শিখার পিতা লুৎফর রহমান সেলিম বলেন,আমার মেয়ে শায়লা আক্তার শিখা কে আল আমিন ও পরিবারের লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।এ ব্যাপারে লাশের সুরতহালকারী সরিষাবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম বলেন,লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।ময়না তদন্তের রিপোট ছাড়া কোন কিছু বলা যাবে না।জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ময়না তদন্তের রিপোট প্রাপ্তি স্বাপেক্ষে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।