জাতীয়

সরিষাবাড়ীতে শিক্ষার্থী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু

জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এস এস সি পরীক্ষার্থী পলাশ কে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের পরিবার এবং এলাকাবাসী।গতকাল মঙ্গলবার সকালে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সমাবেশে পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান সভাপতিত্বে বক্তব্য রাখেন- পোগলদিঘা ডিগ্রী কলেজের প্রভাশক মিজানুর রহমান,সহকারী শিক্ষক সোহরাব উদ্দিন,তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর,তারাকান্দি শাহীন স্কুলের পরিচালক রবিন হাসান,কান্দার পাড়া গ্রামের মিলি আক্তার,ফিরোজা বেগম.ডুরিয়ার ভিটা গ্রামের মতিউর রহমান প্রমুখ।বক্তরা অনতিবিলম্বে পলাশ হত্যাকারী মামলার প্রধান আসামী সাগর ও তার পিতা রশীদকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। অন্যথায় কঠিন কর্মসুচি ঘোষনার হুশিয়ারী উচ্চারন করেন মানববন্ধনকারীরা।