সরিষাবাড়ীতে মঠে’র উদ্বোধন করলেন বিচারপতি কৃঞ্চা দেবনাথ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
বাংলাদেশ সুপ্রিমকোট,হাইকোট বিভাগের বিচারপতি কৃঞ্চা দেবনাথ তার দাদু শ্রী শ্রী খাগডিয়া কালি মাতা মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় ডাঃ রাম কমল পন্ডিতের মঠে আলো প্রজ্জলন ও পুস্প স্তবক অর্পন করে মঠ পুনঃ নির্মানের কাজের উদ্বোধন করেছেন। গতকাল শুক্রবার সাডে ৩ টায় জামালপুরের সরিষাবাড়ীর খাগডিয়া কালি মাতার ম›িন্দরের পার্শ্বে এ মঠের উদ্বোধন করা হয়েছে।তিনি মঠ উদ্বোধনের আগে খাগডিয়া কালি মাতার ম›িন্দরের পূজা অর্চনা করেন।পরে তার পরিবারের সদস্য বাংলাদেশ রেডিও টেলিভিশনের শিল্পী স্বপন কুমার দত্ত,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজল দেব নাথ,বড় দিদি ড.ঝর্ণা দেব নাথ,স্বপ্না দেবনাথ,মাসী মীরা ভৌমিক মঠে পুস্পস্তবক অর্পন ও আলো প্রজ্বলন এবং মঠের চার পাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপন করেন। বিচারপতি কৃঞ্চা দেবনাথ তার দাদু স্বর্গীয় ডাঃ রাম কমল পন্ডিতের কামরাবাদ গ্রামের ভিটাও পরির্দশন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম,সরিষাবাড়ী থানার(ওসি)তদন্ত জোয়াহের হোসেনখান,শ্রী শ্রী খাগডিয়া কালি মাতা মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র সুত্রধর,সহ সভাপতি দীপক কুমার সাহা,নিতীশ দে,সাধারন সম্পাদক কালাচান পাল,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সনজিৎ প্রসাদ জগ,বাংলাদেশ হিন্দু পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি প্রীতম কুমার হিরন,সাধারন সম্পাদক মলয় চক্রবর্তী জুয়েল প্রমুখ সহ সনাতন ধর্মলম্বীরা উপস্থিত ছিলেন। উল্লেখ সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের ও শ্রী শ্রী খাগডিয়া কালি মাতা মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় ডাঃ রাম কমল পন্ডিত ১৮৯৪ সালের ৬ই জানুয়ারী জন্ম গ্রহন করেন । তিনি ১৯৭০ সালের ১৬ই অক্টোবর মৃত্যু বরন করেন।