সরিষাবাড়ীতে বিএনপি নেতার দলীয় পদ থেকে পদত্যাগ।
সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক বদরুল আলম তার দলীয় পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা বিএনপি’র সভাপতি/ সাধারন সম্পাদক বরাবর এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন।দলীয় সুত্রে জানা গেছে -সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সাতপোয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম তার দলীয় পদ থেকে গতকাল মঙ্গলবার রাতে উপজেলা বিএনপি’র সভাপতি/ সাধারন সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিএনপি নেতা বদরুল আলম উপজেলা বিএনপি’র সহ সভাপতি আজিজুল কবীর তালুকদার হূমায়ূন এর বিরুদ্ধে অরাজনৈতিক,অসামাজিক
কার্যকলাপ,অসদাচরনের বিষয়ে দলের উর্ধতন নেতার নিকট থেকে বিচার না পাওয়ায় দলের কর্মকান্ড পরিচালনা দূর্বিসহের আশংকায় এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।