সরিষাবাড়ীতে বিএনপি’র দলীয় কার্যালয় ও মোটর সাইকেল পুডিয়েছে দুর্বৃত্তরা
সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সোমবার দুপুরে পৌর সভার আরামনগর বাজারের মুস্তাকের মার্কেটের সামনে আওয়ামীলীগের প্রাথী ডাঃ মুরাদ হাসানের নৌকা প্রতিকের প্রচারনার পথসভায় সরিষাবাড়ী কলেজ ছাত্র দলের ভিপি শহীদুল্লাহ ও বেলজিয়াম বিএনপি’র নেতা রুহুল আমীন সেলিমের নেতৃত্বে ককটেল নিক্ষেপ ঘটনায় আ’লীগ-বিএনপি’র দু-গ্রপের মাঝে দফায় দফায়
ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সুযোগে কতিপয় দুর্বৃত্তরা
উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের ভিতরে পেট্রোল ঢেলে অগ্নী
সংযোগ করে।এ সময় এক পথচারীর আরেকটি মোটর সাইকেল আগুন
জ্বালিয়ে পুডিয়ে দেয়া হয়।ফায়ার সাভিসের লোকজন অগ্নীকান্ড স্থলে
যাওয়ার আগেই স্থানীয় জনগনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে
সক্ষম হয়।এতে অফিসে রক্ষিত ্ধসঢ়;একটি ফ্রিডম মোটর সাইকেল এবং
যাবতীয় আসবাবপত্র ও মালামাল সহ অফিসের আংশিক পুড়ে ক্ষতিগ্রস্থ
হয়। সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনা
স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।ধাওয়া পাল্টা ধাওয়া ও
দোকানপাট ভাংচুর করার ঘটনায় আরামনগর বাজারের ব্যাবসায়ীরা
আতংকগ্রস্থ হয়ে সহস্রাধিক ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহাম্মেদ
তাৎক্ষনিকভাবে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আওয়ামীলীগের মনোনিত
নৌকা প্রতিকের প্রাথী ডাঃ মুরাদ হাসানের পথসভার শেষ পর্যায়ে তার
নেতা-কর্মীরা অর্তকিত ভাবে বিএনপি’র দলীয় কার্যালয়ে অগ্নী
সংযোগ করেছে এবং ২টি মোটর সাইকেলে অগ্নী সংযোগ করে
পুডিয়ে দিয়েছে। আমাদের প্রার্থী ফরিদুল কবীর তালুকদারের
প্রাথীতা আপীলেও স্থগীত করার সংবাদ জেনেই এ ঘটনা
ঘটিয়েছে।আমরা এর তীব্র নিন্দা ও দোষীদের বিচার দাবী করছি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন
বাদশা বলেন, ডাঃ মুরাদ হাসানের আরামনগর বাজারে নৌকার প্রচারনার
পথসভায় সাবেক সরিষাবাড়ী কলেজ ছাত্র দলের ভিপি শহীদুল্লাহ ও
বেলজিয়াম বিএনপি’র নেতা রুহুল আমীন সেলিমের নেতৃত্বে ককটেল
নিক্ষেপ করা হয়। এ সময় নেতা-কর্মীরা আতংক গ্রস্থ হয়ে দৌড়াদৌড়ী করেছে এ সুযোগে কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে তা জানিনা। তবে বিগত ২০১৪ সালের পুনঃরাবৃত্তি করার পরিকল্পনা নিয়েই বিএনপি’র লোকেরাই তাদের দলীয় কার্যালয়ে অগ্নী সংযোগ করেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী খানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান
ঘটনার সত্যতা ন্বীকার করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে
আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।