তাড়াশ

সরিষাবাড়ীতে বাস-মাইক্রো মূখোমুখি সংঘর্ষ -আহত ২০

সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু

জামালপুরের সরিষাবাড়ীতে দূরপাল্লার বাস ও মাইক্রোকারের
মূখোমুখি সংর্ঘষ। এতে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া
গেছে।গতকাল শুক্রবার দুপুরে পৌর এলাকার বাউসী বাঙ্গালী এলাকায়
সরিষাবাড়ী-ঢাকা প্রধান সড়কে এঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সরিষাবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে
ছেড়ে যাওয়া বাস খন্দকার পরিবহন ঢাকা (মেট্রো-ব-১১-৮০৮৪)
এবং শেরপুর থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী মাইক্রো (ঢাকা
মেট্রো চ-১৫-৫৩৭২) বাউসী বাঙ্গালী এলাকায়ু মূখোমুখি
সংঘর্ষ হয়। এতে জিয়ারত আলী (৪৮),রেজাউল করিম (৪২),আব্দুস
ছাত্তার (৪৬),হযরত আলী(৪০) সহ অন্তত ১৬ জন আহত হয়। আহতদের
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা
দেওয়া হয়।
এব্যাপারে সরিষাবাড়ী থানার এস আই আরিফুল ইসলাম জানান,
দূর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে