সরিষাবাড়ীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি,তৌকির আহাম্মেদ হাসু:
জামালপুরের সরিষাবাড়ীতে নেশার টাকা না পেয়ে পিতা-মাতার উপর অভিমান করে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের গলায় ফাস দিয়ে আতœহত্যার ঘটনা ঘটেছে।ঘটনাটি রোববার দুপুরে পৌর সভার কামরাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।রুবেল মিয়া কামরাবাদ গ্রামের দিনমুজুর বাবলু মিয়ার ছেলে। নিহতের বাবলু মিয়া জানান, নিহত রুবেল মাদকাসক্ত ছিল। মাদক সেবনের টাকা না দিলে পরিবার পরিজনের সাথে অসদাচরন করতো।গতকাল রোববার সকালে নিহত রুবেল তার আমার নিকট মাদক সেবনের টাকা দাবী করে।
দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতন্ডা হয়। পরে পরিবার পরিজনের অগোচরে বসত ঘরের ধন্ন্যার সাথে উডনা পোচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরে পরিবার পরিজন বাড়ীতে এসে ধন্ন্যার সাথে রুবেল গলায় উডনা পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।আত্মহত্যার ঘটনা ছডিয়ে পডলে স্থানীয় লোকজন সরিষাবাড়ী থানায় খবর দিলে থানার এস আই নুরুল ইসলাম মোল্লা সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা নিহতের বসত ঘরের ধন্ন্যায় গলায় উডনা পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় এনে লাশের ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন বলেন,নিহতের লাশ উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।