সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনায় দু-পক্ষের সংঘর্ষে আহত-১০
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনায় দূ-পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহতের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার হরখালী ব্রীজপাড় এলাকায় এ
ঘটনা ঘটেছে। স্থানীয় এবং আহতের পরিবার সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামানন্দপুর হরখালী ব্রীজপাড় এলাকায় একজন ভ্রাম্যমান কামার বসে।সেখানে একই গ্রামের মসলিম উদ্দিনের ছেলে ইসরাইল একটি শাবল বানাতে এলে কামার শাবলের মুজুরী বাবদ ৩শ টাকা চান। এ সময় কামারের পার্শ্বে বসে থাকা একই গ্রামের ইব্রাহীমের ছেলে রিপন মিয়া কামরকে ২শ ৫০
টাকা দিতে বলেন ইসরাইলকে।ইসরাইল কামারকে ২শ ৫০ টাকা দিতে অস্বীকৃতি জানালে দু জনের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধে।সংঘর্ষে ও ফিরাতে গিয়ে উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতরা হলেন-মুকুল(২৬) আল আমীন(২২)ইসরাইন(৩২) আলম(২০) রিনা (৩০) আব্দুল জলিল(৫০) মালেক(৪০) সহ ফিরাতে গিয়ে আবিদ আজাদ অয়ন, যুবলীগ নেতা মিল্টন সরকার ও শফি মাষ্টার আহত হয়।গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্ধেসঢ়;্র ভর্তি করা হয়েছে এবং বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপরে চা দোকানদার আঃ মালেক অভিযোগ করে বলেন-আমার দোকান বন্ধ করে উমর আলী,অয়ন,আল আমিন,ইসরাইন ও জলিল দোকানের ক্যাশ বাক্ধসঢ়;্র থেকে টাকা নিয়েছে ও মোটর সাইকেল ভাংচুর করেছে ।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।