সরিষাবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার আয়োজনে তারাকান্দি শিল্পাঞ্চল এলাকার প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী শেষে জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার কার্যালয়ে আলোচনা সভা ও সংগঠনটির ইতিহাস সম্পর্কে আলোকপাত ও কেক কেটে ৩৮ বসন্তের যাত্রাকে স্বাগত জানানো
হয়।আলোচনা সভায় জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দৈনিক জনবাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বক্তব্য রাখেন।বিশেষ অতিথি
হিসেবে জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোত্তালেব,জাতীয় পার্টি উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুস ছাত্তার,তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহাব্বত কবির,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক নবতান পত্রিকার নির্বাহী সম্পাদক আবুল হোসেন,সাংবাদিক ডা.জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন,দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা এসএইচএম ইব্রাহীম হোসাইন লেবু,দৈনিক ইনকিলাব পত্রিকার সংবাদদাতা এম এ মান্নান,দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, দৈনিক প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম
দৈনিক বর্তমান পত্রিকার প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত,জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সহ-সভাপতি মোস্তাক আহমেদ মনির,যুগ্ম সম্পাদক ফারুক হোসেন ফিরোজ,সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন,অর্থ সম্পাদক রব্বানী সরকার,প্রচার সম্পাদক ইসমাইল হোসেন রাশেদ,দপ্তর সম্পাদক জাহিদ হাসান,ধনবাড়ী উপজেলার এস টিভির সাজন আহাম্মেদ রাজু,স্বাধীন বাংলা নিউজ টিভির সেলিম হোসেন
প্রমুখ।