সারাদেশ

সরিষাবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহে’র পুরস্কার বিতরণ

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু

জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে ছাত্র ছাত্রীদের
মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। রোববার (০৭ জুন) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সরিষাবাড়ী গভঃ গালর্স স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এ পুরষ্কার বিতরণ করা হয়েছে।

এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক অফিসার রুহুল আমীন বেগ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লা। অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বিজয়ী আফিয়া আদিবা সুলতানা, মেহেরিন তাবাসসুম ও ফারজানা কিবরিয়া নিমা এর হাতে সনদ ও পুরষ্কার তুলে দেন। এ সময় শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।