সরিষাবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত
তৌকির আহম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
ভোটার হয়ে ভোট দেবো,দেশ গডায় অংশ নেব এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস ্ধসঢ়;এর যৌথ আয়োজনে জামালপুরের সরিষাবাড়ীতে সোমবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন অফিস থেকে উপজেলা পরিষদ পর্যন্ত র্যালী উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক উপজেলা নির্বাচন
কর্মকর্তা মাসুদুল আলম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম,সরিষাবাডী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম, দৃষ্টি বাংলার নির্বাহী পরিচালক বাদশা ভূঁইয়া, প্রগ্রেসিভ সেবা কেন্দ্রের নির্বাহী পরিচালক আবুল মনসুর প্রমুখ সহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শুরু করার পূর্বে মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয।