সরিষাবাড়ীতে গাছের ডাল কর্তন নিয়ে দু-পক্ষের সংঘর্ষে আহত-১৫
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু জামাল
পুরের সরিষাবাড়ীতে গাছের ডাল কর্তন নিয়ে দূ-পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহতের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে পৌরসভার আরামনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় এবং আহতের পরিবার সুত্রে জানা গেছে- সরিষাবাড়ী পৌরসভার আরামনগর গ্রামের আবু তালেবের আম গাছের একটি ডাল একই বাড়ীর মৃত রিয়াজ উদ্দিনের সীমনায় চলে যায়। মোহন মিয়া তার চৌ চালা ঘর উত্তোলনে সমস্যা হওয়ায় ডালটি কেটে দিতে বলেন আবু তালেবকে। ওই ডালটি আবু তালেব নিজে কেটে না দিয়ে প্রতিপক্ষ মোহন কেই কর্তন করতে বলেন।
কিন্ত মোহন ডাল না কেটে গাছটিই কেটে ফেলবে বলে আবু তালেবকে জানিয়ে দিলে আবু তালেবের ভাতিজী শিপু এ কথার প্রতিবাদ করেন।এ নিয়ে রহিম,শহীদ,বিদ্যু,মোহন উত্তেজিত হয়ে আবু তালেবের লোকজনের উপর মারপিট করতে উদ্যত হলে সংর্ঘষে ১৫ জন আহত হয়।আহতরা হলেন-আবু তালেব ৫৫) স্ত্রী কহিনুর (৪৭) মেয়ে সুমা (২০) শিল্পী (২১) পারুল(২২) শিপু (২৫) উৎসব আলী (১৭) দলিল লেখক আনোয়ারুল কবীর সোহাগ মিয়া (৩৫) রহিমের স্ত্রী রেজিয়া(৫৫) রিক্তা (২৮) হিরা (১৮) তামান্না (১৭) আহত হয়। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র ভর্তি করা হয়েছে এবং বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন,আম গাছের ডাল কর্তন নিয়ে সংর্ঘষের ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।