সরিষাবাড়ীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল না পাওয়ায় বিক্ষোভ,ডিলার আটক
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল না পাওয়ায় ২ শতাধিক চাল বঞ্চিত বিক্ষোভকারীদের দাবীর মুখে ডিলার রিপন মিয়াকে আটক করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের তরুনী আটা মোড়ে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ উপকার ভোগী ও উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে-খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ইউনিয়ন পর্যায়ে ৫১৫ জন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে ডিলারদের মাধ্যমে সুষ্ঠভাবে বন্টনের জন্য উপজেলার আওনা ইউনিয়নের তরুনী আটা বাজার এলাকায় মেসার্স হৃদয় এন্টার প্রাইজকে নিয়োগ করা হয়।ওই ডিলার ফেব্রুয়ারী মাসের বরাদ্ধকৃত চাল প্রায় ২ শতাধিক উপকারভোগীদের মাঝে চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে ডিলার রিপন মিয়া।পরে এলাকার বঞ্চিত হতদরিদ্র উপকারভোগীরা তিন দিন ধরে চাল না পেয়ে চালের দাবীতে মঙ্গলবার সকাল ১০ টাকা থেকে ১টা পর্যন্ত ডিলার রিপন মিয়ার দোকানের সামনে এ বিক্ষোভ করেন।এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ ঘটনা স্থলে গিয়ে বঞ্চিত হতদরিদ্র উপকারভোগীদের আগামী তিন দিনের মধ্যে নতুন ডিলার নিয়োগ সহ তালিকাভুক্তদের চাল বিতনের আশ্বাষ প্রদান করলে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেন। এ ঘটনায় উপজেলা নির্বার্হী অফিসার শিহাব উদ্দিন আহমদ এর নির্দেশে খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলার রিপন মিয়া(৩৫) কে সরিষাবাড়ী থানা পুলিশ আটক করে এবং ঘটনাস্থল থেকে ৩০ কেজি ওজনের ১৫ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় সরিষাবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পরির্দশক গুলে জান্নাত নার্গিস বাদী হয়ে ডিলার রিপন মিয়াকে আসামী করে গতকাল মঙ্গলবার বিকেলে সরিষাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করেন।ওই মামলায় উপজেলার গোয়াল বাথান গ্রামের নাজির হোসেনের ছেলে ডিলার রিপন মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করার প্রস্তুতি চলছে বলে সরিষাবাড়ী থানার এস আই নুরুল ইসলাম এ প্রতিবেদক কে জানান।