সরিষাবাড়ীতে আহত ইউসুফ মারা গেছে
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে সংঘর্ষের ঘটনার তিন দিন পর গুরুতর আহত ইউসুফ আলী (২৭) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে গতকাল সোমবার মৃত্যু হয়েছে।এ খবর পেয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার সুত্রে জানা গেছে উপজেলার পিংনা
ইউনিয়নের নরপাড়া গ্রামে গত শুক্রবার ২৮ডিসেম্বর সকালে হত্যা মামলার বাদী ও বিবাদীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষে ২০ জন আহত সহ প্রায় ৩০টি ঘর ভাংচুর ও অগ্নী সংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত নরপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ইউসুফ আলী (২৭) কে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তিনি মারা যান।