সরিষাবাড়ীতে অর্তকিত হামলার শিকার কৃষক হাসপাতালে ভর্তি
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে অর্তকিত হামলার শিকার হয়ে কৃষক হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। রোববার উপজেলার ঘোড়ামারা বাজারের উত্তর পশ্চিম পার্শ্বে ফরিদের বাড়ীর
দক্ষিনে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার চর সরিষাবাড়ী গ্রামের কসি মন্ডল এর ছেলে আব্দুস সালাম (৬০)সাথে পাশের বাড়ীর কুমারিয়া বাড়ী গ্রামের ফজল মিয়ার ছেলে মুক্তাতাল হোসেন,আছর উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন,মতিয়ার রহমান এর ছেলে ভুন্ডল মিয়ার সাথে ১২০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল।এ বিরোধ নিরসনের জন্য স্থানীয় ইউপি সদস্য , চেয়ারম্যান সহ গন্যমাণ্য ব্যাক্তিবর্গ বিষয়টি আপোষ মিমাংসা করে দেয়। ওই আপোষ মিমাংসা অমান্য করে মুক্তাল হোসেন। কৃষক আব্দুস সালাম তার ধান ক্ষেত দেখতে গেলে পথিমধ্যে উৎপেতে থাকা মুক্তালের লোকজন সালাম কে হত্যার উদ্দেশ্য তার উপর লাঠি-শোঠা ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে গুরুতর আহত করে।সালাম এর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র ভর্তি করা হয়।
গুরুতর আহত আব্দুস সালাম মন্ডল বলেন,আমার উপর অর্তকিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্য লাঠি-শোঠা ও দেশীয় ধারালো আস্ত্র দিয়ে আমাকে রক্তাক্ত করে। আমি এর বিচার চাই। প্রতিপক্ষ মুক্তাল মিয়া বলেন, লাঠি শোঠা দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে। দেশীয় আস্ত্র দিয়ে আঘাত করা হয়নি। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।