সরিষাবাড়ীতে অধ্যাপক আব্দুল মান্নান এর স্বরণে স্বরণ সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী কলেজের সাবেক অধ্যাপক আব্দুল মান্নান এর স্বরণে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা গতকাল শুক্রবার সরিষাবাড়ী প্রেস ক্লাব হলরুমে প্রথম আলো বন্ধু সভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান বাবু সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ।স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক পানি বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী,সাধারণ সম্পাদক আন্নু মিয়া,প্রথম আলোর যূগ্ম ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন,জেলা আ,লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী টাউন বনিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ ,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,উপজেলা আনসার ভিডিপি (অবঃ)কর্মকর্তা আলহাজ আসাদুল্লাহ,প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার যূগ্ম সাধারণ সম্পাদক সানজিদ পারভেজ,ব্যবসায়ী একেএম সফিকুল আলম প্রমুখ।
প্রথম আলোর যূগ্ম ফিচার সম্পাদক পল্লব মোহাইমেনের বাবা অধ্যাপক মুহাঃ আব্দুল মান্নান ২০১৮ সালের ২৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলেসহ অনেক গ্রণগ্রাহী রেখে গেছেন।