সারাদেশ

সরিষাবাড়ীতে হোম কোয়ারেন্টাইনে ১দিন অনাহারে ব্যাক্তিকে খাদ্য সামগ্রী পৌছে দিলেন পৌর মেয়র

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী প্রতিনিধি ঃ

জামালপুরের সরিষাবাড়ীতে হোমকোয়ারেন্টাইনে ১দিন অনাহারে  ব্যাক্তিকে খাদ্য সামগ্রী পৌছে দিলেন সরিষাবাড়ী পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরিষাবাড়ী পৌর সভার শিমলা পল্লী পশ্চিম পাড়া গ্রামে নারায়নগঞ্জ থেকে আসা হোম কোয়ারেন্টাইনে থাকা লালু চৌধুরী কে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং সে কর্মহীন হওয়ায় বুহস্পতিবার সারাদিন অনাহারে রয়েছেন।এ খবর পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন জানতে পেরে তাৎক্ষনিক নিজে লালু চৌধুরী’র বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন সরিষাবাড়ী  পৌর আওয়ামী লীগের সহ -সভাপতি পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন।

এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সহ- সভাপতি পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন বলেন, পৌর সভার নাগরিকগন হলো আমার অক্রিজেন।যত দিন মেয়রের দায়িত্বে আছি ততদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নের ধারা অব্যাহত রাখা সহ পৌর সভার সকল নাগরিকদের জন্য সব ধরনের সেবা দিয়ে যাব।আমি নিজেকে একজন  চাকর মনে করি,  আর তাই  পৌরসভার আজকের এই আত্মঘাতি করোনা ভাইরাস  প্রতিরোধে সাধারণ মানুষের জনসচেতনতার লক্ষ্যে  কর্মহীন এবং অসহায়  মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছানোর  চেষ্টা করছি।পৌরবাসী আপনারা সবাই যার যার ঘরে অবস্থান করুন,  কেউ ঘর থেকে বের হবেন না ।   আমি আছি মাঠে আপনাদের সেবায় নিয়োজিত একজন পরিশ্রমী চাকর হিসেবে সদা প্রস্তুত। আমি মাঠে আছি,  থাকবো এবং  মাঠ  ছাড়বোনা ইনশাআল্লাহ যদি না মরে যাই । আল্লাহ আমাদের সহায় হোন,  আমিন।