সরিষাবাড়ীতে স্ত্রীর নির্যাতনের শিকার হয়ে স্বামী হাসপাতালে ভর্তি
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা গ্রামে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর হাতে গতকাল সোমবার দুপুরে নির্যাতনের গুরুত্ব আহত হয়ে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ নুরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর উপরে ।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে – সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম (৩৯) দুটি বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীর নাম সবুরা বেগম। বছর তিনেক আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম শাহনাজ বেগম। বিয়ের পর থেকে শাহনাজদের বাড়িতে থাকেন তিনি। এরপরও তিনি প্রথম স্ত্রী সবুরা বেগমের সাথে গোপনে যোগাযোগ ও তার বাড়িতে যাওয়া আসা করতেন । এ নিয়ে দ্বিতীয় স্ত্রী শাহনাজের সাথে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে। ১১ নভেম্বর সোমবার সকালে নুরুল ইসলাম ঘুমিয়ে ছিলেন। এ সময় শাহনাজ কৌশলে স্বামীর নুরুল ইসলামের মোবাইল নিয়ে তার প্রথম স্ত্রীকে ফোন করে গালিগালাজ করেন। এতে নুরুল ইসলাম বাধা দিলে দ্বিতীয় স্ত্রী শাহনাজ ও স্বামী নুরুল ইসলামের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয়। এ সময় শাহনাজের ভাই রফিকুল ইসলাম তাদের দুই জনকে ফিরাতে গেলে রফিকুল ও নুরুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা যায়। নুরুল ইসলাম গুরুত্ব আহত হয়ে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে।
দ্বিতীয় স্ত্রী শাহনাজ বেগমের কাছে জানতে চাইলে – তিনি বলেন বিয়ে করা তার একটা পেশা আমি তাকে কোন মারপিট করি নেই, আমাকে ফাঁসানোর জন্য নিজের শরীর কেটে হাসপাতালে ভর্তি হয়েছে, আমাকে আমার স্বামী তালাক দিতে চায় তাই আমি এর প্রতিবাদ করেছি ।
এ ব্যাপারে সরিষাবাড়ীর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনা শুনে হাসপাতালে নুরুল ইসলামকে দেখে এসেছি। তারা থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।