সরিষাবাড়ীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ ছরোয়ার জাহান নির্বাচিত
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শিক্ষা সপ্তাহ ২০১৯ সালের কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে সরিষাবাড়ী অর্নাস কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান নির্বাচিত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় উপজেলার সবকটি কলেজের অধ্যক্ষের মধ্য থেকে বিভিন্ন বিষয়ে যাচাই- বাচাই করে বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ ছরোয়ার জাহান কে মনোনীত করেন। অধ্যক্ষ ছরোয়ার জাহান রাজশাহী বিশ্বঃবিদ্যালয় থেকে বিষয়ে ইসলামের ইতিহাস ও স্ধসঢ়;ংস্কৃতিক বিষয়ে ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৯ সাল প্রভাষকে যোগদানের পর ২০১২ সালে উপাধ্যক্ষ পদে ২০১৭ সালে কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন । কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তিনি পরপর চার বার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।