সরিষাবাড়ীতে মাষ্টার্স চুড়ান্ত পর্বের ১৭পরীক্ষার্থী সবাই ফেল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন জামালপুরের সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ২০১৬ সালের মাষ্টার্স চুড়ান্ত পর্বের ১৭ পরীক্ষাথীর সবই ফেল করেছে বলে বুধবার এ তথ্য পাওয়া গেছে। ফলে ওই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কলেজ ও পরীক্ষার্থী সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ১৭ জন পরীক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৬ সালের মাষ্টার্স চুড়ান্ত পর্বের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ গ্রহন করেন। চলতি বছরের গত ১৪ মার্চ ফলাফল ঘোষনা করা হলে ১৭ পরীক্ষাথী সবাই ব্যাবহারীক পরীক্ষায় ফেল করে।পরে পরীক্ষায় ফেল করার বিষয়টি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রওশন জামান এর নিকট অবগত করলে ব্যাবহারীক পরীক্ষায় ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বরের কম নম্বর এন্ট্রি হওয়ায় পরীক্ষাথীরা ফেল করেছে।এ বিষয়ে পরীক্ষাথীদের সমস্যা সমাধানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কে অবগত করা হয়েছে । এর একটা বিহীত ব্যাবস্থা শীঘ্রই করা হবে বলে আশ্বস্থ করলে পরীক্ষাথীরা বাড়ী ফিরে যান।এ ব্যাপারে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আরও বলেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের অজ্ঞতার কারনে এ ঘটনা ঘটেছে।ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কলেজের ম্যানেজিং কমিটির সাথে সভা করে ব্যাবস্থা নেয়া হবে।