সরিষাবাড়ীতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল
তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল রোববার ১ সেপ্টেম্বর সকালে দিবসটি উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুন অর রশিদ ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফকির, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম তালুকদার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা প্রমুখ।
পরে দেশ, জাতি ও কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে দোয়া করা হয়।