সারাদেশ

সরিষাবাড়ীতে বন্যা দুর্গত মানুষের মাঝে চাল শুকনো খাবার বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান

তৌকির আহাম্মেদ হাসু. সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে নৌকাযোগে নদী শাসন এলাকা পরিদর্শন ও বন্যা দুর্গত এলাকার মানুষের খোঁজ খবর নিয়ে এবং দুর্গত মানুষের মাঝে জিআর চাল ও শুকনো খাবার বিতরণ করেছেন তথ্য মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান ।মঙ্গলবার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত সরিষাবাড়ী উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর জামিরা,পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া,পিংনা ইউনিয়নের নলসন্ধায় এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণে নির্বাহী অফিসার শিহাব উদ্দিনের আহমদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তথ্য মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান দুর্গতমানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার,দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব এ টি এন কামরুল ইসলাম,বাংলাদেশ পানি উন্নয়ন র্বোড ঢাকা’র প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস,জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর,পানি উন্নয়ন বোর্ড উপ বিভাগীয় প্রকৌশলী নব কুমার চৌধুরী,জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা নায়েব আলী,জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আকাশ কুমার কন্ডু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা,
সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম এ গনি,পৌর মেয়র রুকুনুজ্জামান রুকন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীর,উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন নাহার,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান,তদারকি কর্মকতাৃ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ,একটি বাড়ী একটি খামার প্রকল্পের ফিল্ড সুপার ভাইজার মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান সামশ উদ্দিন, খন্দকার মোতাহার হোসেন জয়,আবু তাহের,মনছুর আলী খান,
পৌর আ’লীগ নেতা নুরে আলম বাবু,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,যুবলীগ নেতা সাখাওয়াত আলম মুকুল,কাউন্সিলর কালা চান পাল,আফসার হোসেন,আব্দুল মালেক,জুহুরুল ইসলাম,পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ গত ২২ ও ২৩ জুলাই উপজেলার বিভন্ন স্থানে বন্যা দূর্গত এলাকার ১৫ হাজার মানুষের মাঝে চাল ও শুকনো খাবার বিতরন করেছেন তথ্য প্রতিমন্ত্রী। উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌর সভার প্রকৃত বন্যা দূর্গতদের ত্রান বিতরন অব্যাহত রাখবেন, ইতিমধ্যে জি আর টাকা ও জি আর চাউল বরাদ্ধ পাওয়া গেছে। বন্যা দূর্গতরা স্বাভাবিক জীবনে ফিরে না পর্যন্ত ত্রান বিতরন অব্যাহত রাখা সহ দলীয় নে-কর্মীদেরকে জনগনের পাশে দাড়ানোর নির্দেশ প্রদান করেছেন।