সরিষাবাড়ীতে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের প্রস্তুতিমূলক সভা
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী প্রতিনিধি :ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শুক্রবার রাতে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তরা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না। ক্ষণজন্মা এই মহান ব্যক্তিত্ব স্বাধীনতার পর যখন দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছিলেন ঠিক সেই সময় স্বাধীনতা বিরোধী কুচক্রিমহল তাকে ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল।’
আলোচনা সভায় জুয়েল রানা জিতু সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন শরীফ আহাম্মেদ নিরব,এস.এম রাজন আহাম্মেদ,নাজমুল হুদা বজলু,আসাদুজ্জামান বাবু,আশরাফ ফারুক,আমিনুল ইসলাম ঝন্টু,আরিফুল ইসলাম,জুনায়েদ হাসান,নাইমুর রহমান সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। আলোচনা সভাটি পরিচারনা করেন জাহিদ নাইম।
এ সময় উপজেলা,পৌর ও ইউনিয়নের ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিথ ছিলেন। অনতিবিলম্বে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের পুনাঙ্গ কমিটি ঘোষনার আহ্বান জানান বক্তরা।