সরিষাবাড়ীতে কোটি টাকার অধিক কষ্টি পাথর মুর্তিসহ গ্রেফতার-১
তৌকির আহমেদ হাসু, স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের সরিষাবাড়ীতে কোটি টাকার অধিক মুল্যমানের ১১ কেজি ওজনের কষ্টি পাথরের কালো মুর্তি সহ শামীম শেখ (৪২)নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে জামালপুর র্যাব-১৪ সদস্যরা।আজ সোমবার ভোরে উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাটখোলা থেকে কষ্টি পাথরের কালো মুর্তি সহ শামীম শেখ (৪২) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা গোপালগঞ্জ হাটখোলা এলাকায় শামীম শেখ(৪০) ব্যক্তি কষ্টি পাথরের তৈরি কালো মুর্তি প্লাস্টিকের ব্যাগে নিয়ে বেচা-কেনার উদ্দেশ্যে পায়তারা করছিল।
স্থানীয় লোকজনের সন্দেহ হলে জামালপুর র্যাব-১৪ কে খবর দিলে র্যাব সদস্যরা শামীম শেখ কে কষ্টি পাথরের তৈরী মুল্যবান প্রত্নতান্তিক বস্তু বিদেশে পাচারের উদ্দেশ্য নিজ হেফাজতে রাখার অপরাধে মুর্তিসহ গ্রেপ্তার করেছে। শামীম শেখ টাংগাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। কষ্টি পাথরের মুর্তির আনুমানিক মুল্য ১ কোটি এগার লাখ টাকা বলে এজাহারে উল্লেখ।
জামালপুর র্যাব-১৪ এর নায়েব সুবেদার আফতাব উদ্দিন বাদি হয়ে শামীম শেখের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।পরে আজ সোমবার দুপুরে আসামি শামীম শেখ কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক জানান, থানায় বিশেষ ক্ষমতা আইনে শামীম শেখের বিরুদ্ধে মামলা হয়েছে।