সিরাজগঞ্জ

সরকার অবাধ ও সুষ্ঠ নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ – স্বাস্হ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজিজুর ররহমান মুন্না সিরাজগঞ্জঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ। কোনো অপশক্তি যেন শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যার আগে সিরাজগঞ্জের কাজিপুরে চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরাসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দায় শুধু সরকারের একার নয়। দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সরকারকে সহযোগিতা করা।

এ সময় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, পৌর মেয়র হাজী নিজামী উদ্দিন ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।