সিরাজগঞ্জ

সয়দাবাদে একটি উদ্দীপনা’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও বৃত্তি প্রদান 

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের শিক্ষা প্রসারে সামাজিক সচেতনতা বৃদ্ধিই  মূল লক্ষ্য “একটি উদ্দীপনা”  সংগঠনটির উদ্যোগে সয়দাবাদ ইউনিয়নের ৮ শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৪১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
এবং “একটি উদ্দীপনা” সংগঠনের  প্রয়াত সভাপতি   হাজী নাসির উদ্দীন মোল্লা’কে মরোণোত্তর  সম্মাননা স্মারকটি তার   পরিবারের সদস্যদের হাতে০তুলে দেয়া হয় এবং ৫ জন অবসর প্রাপ্ত শিক্ষককে  সম্মাননা স্মারক প্রদান করা   হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল হতে দুপুর পর্যন্ত    উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক “একটি উদ্দীপনা” সভাপতিত্ব হাজী মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে  স্বাগত বক্তব্যে রাখেন,  সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা  এবং   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,  সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, যমুনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মোঃ জাকির হোসেন, সাবেক অধ্যক্ষ মোঃ ওয়াজেদ আলী, ঢাকা’র মারুবেনী কর্পোরেশন হিসাব রক্ষক মমতাজ হাসান বকুল, সয়দাবাদের প্রবীণ সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ সরকার,  সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর -রশীদ, আলহাজ্ব মহিউদ্দিন নাসির বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সয়দাবাদ গাছাবাড়ী দাখিল মাদ্রাসা সহকারি শিক্ষক মোঃ আলাল হোসেন, লিডা টেক্সটাইল এন্ড ডায়িং এর এ্যাডমিন জুবায়ের জামান। এবং সার্বিক দায়িত্বে ছিলেন,”একটি উদ্দীপনা” সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান সহ
নাজমুল হাসান মিশর, মাসুদ রানা, খলিলুর রহমান  অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সুধীজন, গুণীজন, গণমান্যবক্তিবর্গ ,  শিক্ষার্থী সহ প্রায় ৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।