সিরাজগঞ্জ

সয়দাবাদের ইউপি চেয়ারম্যান নবীদুল ইসলাম প্রতিবন্ধীদের মাঝে ১০ টি হুইল চেয়ার বিতরণ করেছেন।

আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানবদরদী আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম – ১০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন ।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চত্বর হতে ১০ জন প্রতিবন্ধীকে উক্ত হুইলচেয়ার বিতরনকালে উপস্থিত ছিলেন, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ, ইউপি সদস্যসহ অনেকেই।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

প্রতিবন্ধীরা যদি সঠিক সহায়তা ও উপকরণ পায় তবে তারাও আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। তাই তাদের জীবন মান উন্নয়নে এই হুইল চেয়ার বিতরণ। এর মাধ্যমে তাদের জীবন-যাপন আরো সহজ ও সুন্দর হবে।