সরিষাবাড়ীতে ” সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।
জামালপুর থেকে তৌকির আহাম্মেদ হাসুঃ
“সকলের তরে সকলে আমরা ,প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরিষাবাড়ী থানার আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালপুরে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সরিষাবাড়ী থানার ওসি তদন্ত আব্দুল মজিদ বক্তব্য রাখেন ।
প্রধান বক্তা হিসেবে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত আসাদুজ্জামান শোনা ও আরো বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার এসআই আব্দুল করিম এএসআই শাহাদত হোসেন 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ইউপি সদস্য আবুল কালাম, ভাটারা ইউনিয়নের দুটি পূজা মন্ডপের সভাপতি লিটন চন্দ্র ঘোষ, বাবু লাল রাজভর প্রমুখ।