সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে- বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজ আয়োজনে – ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে – কেক কর্তন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। বুধবার সকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী মহিলা লীগের যুগ্ন -সাধারণ সম্পাদক ও সবুজ কানন স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সন্মানিত সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন, রেজাউল করিম, এস,এম এনামুল কবীর নূরে আলম হীরা সহ শিক্ষার্থীরা। এসময়ে শিক্ষক নূরে আলম হীরা, শিক্ষক মাসু্দ আলম, শিক্ষক মোঃ রেজাউল করিম, লও হে মাহফুজুর রহমান, শিক্ষক এস, এম এনামুল কবীর, শিক্ষক মোঃ আব্দুল লতিফ সরকার, উচ্চ বিদ্যালয় (দিবা)শাখার সহকারী প্রধান শিক্ষক সালমা ফারুক রাণী, শিক্ষক এস,এম সাজেক রেজা, শিক্ষক সঞ্জীব কুমার কর্মকার সহ আরো শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের অনেকে উপস্থিত ছিলেন।
