সিরাজগঞ্জ

সবুজ কানন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের সুনামধন্য বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ‘শাহনাজ মাহফুজা পারভীন’ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান  অত্রবিদ্যাপীঠ প্রাঙ্গনে  নানা  আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮সেপ্টম্বর)  সকালে ওই অনুষ্ঠানে    জাতীয় পতাকা উত্তোলন,  অতিথিদ্বয়ের  আসন গ্রহন ও  ফুলেল শুভেচ্ছা প্রদান, পবিত্র কুরআন পাঠ, গীতাপাঠ, স্বাগত বক্তব্য,  অতিথিদ্বয় ও  বিদায়ী অধ্যক্ষ এবং সভাপতির  বক্তব্য  , মানপত্র ও  ক্রেস্ট প্রদান  , সংগীত পরিবেশন করা হয়েছে  ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের  ম্যানেজিং কমিটির  সভাপতি ও     প্রশাসক ড. ফারুক আহাম্মদ।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্রশিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী। স্বাগত বক্তব্য রাখেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজে’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলম।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার শামীম আরা, ম্যানেজিং কমিটি’র সদস্য মিলন ইসলাম খান, মেছড়া হাইস্কুলের  প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ। বিদায়ী অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজে’র  সাবেক অধ্যক্ষ শাহনাজ মাহফুজা পারভীন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন , শিক্ষক নূরে আলম হীরা ও এনামুল কবীর।  এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক রওশন আরা, বর্তমান  সহকারি প্রধান শিক্ষক সালমা বেগম,  ম্যানেজিং কমিটি’র সদস্য  আব্দুল বারি সেখ, সাইদুল ইসলাম,  আব্দুল খালেক, সুলতানা নাজনীন আফরোজ, আব্দুল লতিফ, সাবেক নূরুল ইসলাম সহ শত শত শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ, অভিভাবকের অনেকেই উপস্হিত ছিলেন ।

সাবেক অধ্যক্ষ শাহনাজ মাহফুজা পারভীন  সবুজ কানন স্কুলে ১৯৮৭ সালের ১লা নভেম্বরে যোগদান করে ৩২ বছর  অত্র শিক্ষা প্রতিষ্ঠানে কর্মময় জীবন হতে  গত ১৫মে-২০১৯ তে  অবসর গ্রহন করেন। তিনি থাকাকালে টিনের ঘর হতে বিদ্যাপীঠটি কয়েকটি  বহুতল পাকা ভবনে পরিনত হয়  । তিনি  সু-শিক্ষাপ্রদান করায়    হাজার হাজার  শিক্ষার্থীরা  এ বিদ্যাপীঠে পড়ার লেখা করে উচ্চ পদস্হ স্হান অর্জন করে সুনাম অর্জন করছেন  ।