দেশগ্রাম

সবার কাছে দোয়া চাইলেন, শিল্পী ” রানা “

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ নাট্যচক্র গ্রুপ থিয়েটারের সাংগঠনিক সম্পাদক নাট্যর্কমী, সংগীত শিল্পী ও সফল সংগঠক সবার প্রিয় সোহেল রানা বিপ্লব, গত ১৭ মে, বৃহস্পতিবার সন্ধায় মটর সাইকেলের মারাক্তক দুর্ঘটনায় ডান পা ভেঙ্গে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

ইতিমধ্যে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি,স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক র্কমীবৃন্দ সহ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর র্কম র্কতারা চিকিৎসার খোঁজ খবর নিচ্ছে।

তিনি এখন রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অাহত রানা বলেন, সবাই অামার জন্য দোয়া করবেন, অামি যেন দ্রুত সুস্থ হয়ে অাপনাদের মাঝে ফিরে অাসতে পারি।