সিরাজগঞ্জ

সন্ত্রাস ও বাল্য বিবাহ ও ইভটিজিং বিরোধী কমিউনিটি পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত হয় ।

মঙ্গলবার সকালে সদর থানা চত্ত্বরে মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ ও ইভটিজিং বিরোধী কমিউনিটি পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত হয় ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিউনিটিং পুলিশিংয়ের সমন্বয়ক এ্যাড.বিমুল কুমার দাস, পৌর কমিউনিটিং পুলিশের আহ্বায়ক হেলাল উদ্দিন, রাজশাহী রেঞ্জের ওসি আরএমসি আয়নাল হক ও মাহমদুপুর মাদক নির্মুল কমিটির সভাপতি আব্দুল বাছেদসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও মাদক নির্মুল কমিটির সদস্যরা।

সম্প্রতি রেলওয়ে কলোনী মহল্লার শাহিনের স্ত্রী মাদক নার্গিস বেগমের দুই সন্তান সকাল ও শুভ মাকে সুস্থ জীবনে ফিরতে আইনশৃংখলা বাহিনীর সহমর্মিতা কামনা করে আবেদন করেন। এবিষয়ে বিভিন্ন মিডিয়ায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।