সন্ত্রাস,মাদক,দূনীতি’র বিরুদ্ধে জিরো টলারেন্স দেখতে চাই -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত জাতীয়
পতাকা লড়াই করে রক্ত দিয়ে এ ভূ খন্ড অর্জিত হয়েছে। কারো কাছে ভিক্ষা
প্রার্থনা করে নয়,বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এ দেশ জীবন বাজী
রেখে স্বাধীন করেছে।ন্বাধীনতা রিরোধী রাজাকার,আল বদররা সনাতন
ধর্মালম্বীদের ধর্ষন,সম্পদ লুট ও বসত ঘর অগ্নী সংযোগ
করেছে।বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে রাজাকারের পেতাআতœাদের দেখতে
চাই না,রাজাকারদের অবস্থান সরিষাবাড়ীতে হবে না।স্বপ্নের আদলে
শান্তির জনপদ গড়তে চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রধান অতিথী
হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ
হাসান উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস
চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন-সন্ত্রাস,মাদক,দূনীতি’র বিরুদ্ধে জিরো
টলারেন্স গড়তে আপনাদেরকে শপথ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে
এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার আমার
গ্রাম,আমার শহর, গ্রাম হবে শহর। বঙ্গবন্ধু কণ্যা প্রধান মন্ত্রী শেখ
হাসিনা পিছিয়ে পড়া সরিষাবাড়ীর মানুষের দিকে তাকিয়ে আমাকে
প্রতিমন্ত্রীর দায়িত্ব¡ দিয়েছেন।এ ঋন শোধ করার নয়। উন্নয়নে
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বঙ্গবন্ধু কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা
নেতৃত্বে বিশ্বের উন্নয়নের রোল মড়েল দেশ হিসেবে এগিয়ে
যাচ্ছে।বর্তমান সরকার কথায় নয় কাজের মাধ্যমে প্রমান করছেন।
গতকাল শনিবার জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসন
আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের নবনির্বাচিত
চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠান ও সূধী সমাবেশে
উপরোক্ত কথাগুলো বলেছেন।এ সময় অভিষিক্ত নবনির্বাচিত চেয়ারম্যান ও
ভাইস চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে অভিন্দদন জানানো হয়।
অভিষেক অনুষ্ঠান ও সূধী সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার
সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন।এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক
সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান,ভাইস চেয়ারম্যান পুরুষ আবুল কালাম
আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার,উপজেলা আওয়ামীলীগের
সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বক্তব্য রাখেন।
ছবির ক্যাপশন-জামালপুরের সরিষাবাড়ীতে সন্ত্রাস-দূনীতি-মাদক-
রাজাকার পেতাআতœা মুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে মুক্তিযোদ্ধা
ও নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং দলীয় নেতা-
কর্মীদেরকে দু-হাত তুলে শপথ করান প্রধান অতিথী স্বাস্থ্য প্রতিমন্ত্রী।