সদরের কাওকোলা ও কাজিপুরের মাইজবাড়ী ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করলেন রাওয়া ।
আজিজুুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ রিটায়ার্ড আরমর্ড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর উদ্যোগে সিরাজগঞ্জের সদর উপজেলার কাওয়াকোলা ও কাজিপুর উপজেলার মাইঝবাড়ী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে শনিবার শীতার্থ গরীব, দুস্হ অসহায় মানুষেের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাওয়ার ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেঃ খন্দকার মুস্তাফিজুর রহমান উত্তাল, সদস্য ওয়েলফেয়ার অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেল মোঃ মোয়াজ্জেম, অবসরপ্রাপ্ত পিএসসি লেঃ কর্ণেল মোঃ আব্দুল কাদের এবং কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ভূইয়া সহ রাওয়াসহ সকল সদস্যবৃন্দ। শীতার্থ গরীব,দুস্হ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, শিশুদের জন্য সোয়েটার ও গরম কাপড় বিতরণ করা হয়। রাওয়ার ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেঃ কর্ণেঃ খন্দকার মুস্তাফিজুর রহমান উত্তাল, এসময় জানান, রাওয়া মূলত অবসর প্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন। চেয়ারম্যানের দায়িত্বপালন করছেন মেজর খন্দকার নূরুল আফসার।