সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে চাই-স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃ
সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে চাই। আমি সুশাসন, দূর্নিতিমুক্ত, মাদক মুক্ত সরিষাবাড়ী গড়ে তুলবো। ঘুষ, লুটপাট, অর্থের কেলেংকারী
এরকম কোন ঘটনা হতে দেবনা।গতকাল রোববার জামালপুরের সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের পক্ষ থেকে কলেজ মাঠে ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি’র সংবর্ধনা ও এ্যাড.মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে ছাত্রী-শিক্ষক, অভিভাবক ও সূধী সমাবেশে এসব কথা বলেন। সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যক্ষ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় তিনি মাদক ও চাদাবাজী এবং সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাও ব্যাক্ত করেন। নারী শিক্ষার এ কলেজটি সরকারী করণের এবং একটি ছাত্রী হোষ্টেল,একটি একাডেমিক ভবন নিমাণর্ করার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার’র ম্যুরাল উন্মোচন এবং কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার একাডেমিক ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এ গণি,বীরমুক্তিযোদ্ধা হযরত আলী প্রমুখ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন
প্রভাশক হারুন অর রশীদ।