সজল ট্যাক্সি ড্রাইভার, শবনম ফারিয়া গার্মেন্টস কর্মী। দেখুন আজ রাত ৯টায় NTV-তে
নাটকটির নাম ‘নাকফুল’। নাটকটি সম্পর্কে শবনম ফারিয়া বলেন, ‘আমি সেলাই জানতাম না। এই চরিত্রের জন্য গার্মেন্টস কর্মীদের সঙ্গে মিশেছি। তারা আমাকে সেলাই শিখিয়েছে। আমি তাদের পাশে গিয়েছি, কথা বলেছি মিশেছি তারা খুব খুশি হয়েছে। এক দম্পতির গল্পের নাটক নাকফুল। স্বামীর চরিত্রে কাজ করেছেন সজল ভাই। তিনি এখানে ট্যাক্সি ড্রাইভার হিসেবে অভিনয় করেছেন।’ ‘নাকফুল’ নাটকের গল্পে দেখা যাবে, স্বামী-স্ত্রীর টানাপড়েনের সংসারে সময় পেলেই সজল তার ট্যাক্সিতে ফারিয়াকে নিয়ে ঘুরতে বের হয়। শপিংমলের এক জুয়েলারির দোকানে ফারিয়া পছন্দ করে বসে একটি স্বর্ণের নাকফুল। তবে স্ত্রীকে তা কিনে দেওয়ার মতো টাকা নেই সজলের কাছে। ফারিয়া তার মাটির ব্যাংক ভেঙে জমানো টাকা তুলে দেয় স্বামীর হাতে। কিন্তু পরদিন নাকফুল না কিনে সজল ফিরে আসে রক্তাক্ত শার্ট গায়ে। এমন গল্পে শফিকুর রহমান শান্তনুর রচনায় স্বপন বিশ্বাসের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘নাকফুল’।
‘নাকফুল’ নাটকটি আজ রাত ৯টায় প্রচারিত হবে NTV-তে