চৌহালী/এনায়েতপুর

সচেতন ছাত্র সমাজ (C.S.S) এর নতুন কমিটি প্রকাশ।

নিজস্ব প্রতিবেদক ঃ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আগ্রহ সৃষ্টি, জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করে চৌহালী উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপদান করার লক্ষে কাজ করছে “সচেতন ছাত্র সমাজ” চতুর্থ বারের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ শফিকুল ইসলাম নিয়ামত, সাধারণ সম্পাদক: আবু কাহার হোসেন।

সাংগঠনিক সম্পাদক: ইসমাইল, পিয়ারুল,মোঃ আল ইমরান, সহ-সভাপতি আল- ইমরান, ফাতেমা আক্তার পলি, যুগ্ম সম্পাদক, শেখ হাসান মাহমুদ রুমি, মোঃ মাফিদুল ইসলাম, অর্থ সম্পাদক, শেখ আল মামুন, ও মোঃ আশিকুর রহমানকে শিক্ষা সম্পাদক করে মোট ১১ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করেছে সংগঠনটি।