সিরাজগঞ্জ

সচিব কবির বিন আনোয়ার এর দৃঢ় হস্তক্ষেপে সকল উৎকন্ঠার অবসান


আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ শহরের সন্নিকটে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর বাঐতারা রেগুলেটর। রেগুলেটেরটি সত্তর দশকের তৈরি। বঙ্গবন্ধু সেতু তৈরীর সময় বাঁধটি চওড়া করা হয় এবং পরবর্তীতে বাঁধ কাম রাস্তা হিসেবে ব্যবহারের জন্য এর উপরে একটি সরু বেলি ব্রিজ তৈরি করে সড়ক ও জনপথ বিভাগ। এবছর সরু বেলী ব্রীজটি সরিয়ে চওড়া ব্রিজ নির্মাণের জন্য তারা ৪০ মিটার বাঁধ কেটে উন্মুক্ত করে । যে ডাইভারশন রোড নির্মাণ করে তার লেভেল বিপদসীমার ৮৫ সেন্টিমিটার নিচে। গত এপ্রিল মাস থেকে এ বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনটি এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী একটি চিঠি প্রদান করেন। বিষয়টি নিয়ে জেলার সমন্বয় সভা, দুর্যোগ ব্যবস্থাপনা সভা এবং সর্বশেষ পানি সম্পদ সচিব এর সভাপতিত্বে পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায় অত্যন্ত গুরুত্বসহকারে আলোচিত হয়। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ থেকে কার্যকর পদক্ষেপ না নেয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে এবং বাঁধের এই অংশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়। যথাযথ সেফটি সিকিউরিটি না থাকায় রাত ৪টার দিকে একটি বাস ডাইভারশন রোড এর মাঝ বরাবর আটকে যায়। ফলে এই স্থানে ডাইভারশন যথাযথ উচ্চতায় উন্নীত করা অনিশ্চিত হয়ে পড়ে। এমনি পরিস্থিতিতে উত্তরাঞ্চলে সফররত পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয় হঠাৎ বাইক যোগে উক্ত স্থানে এসে উপস্থিত হন এবং দ্রুত বাসটি সরিয়ে কাজ বাস্তবায়নের কঠোর নির্দেশনা প্রদান করেন।