জাতীয়

সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র জমা দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন – নাজমা সুলতানা নীলা

নিউজ ডেস্ক ঃ

সম্প্রতি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবিকা, সংগঠক, সাংবাদিক-নাজমা সুলতানা নীলা। নাজমা সুলতানা নীলা একটি প্রতিবাদ, একটি আন্দোলনের নাম, আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে, স্থানীয় নারী পুরুষদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকেছেন আওয়ামীলীগের সকল কর্মসূচিতে। হামলা মামলার স্বিকার হয়েছেন বিএনপি জামায়াত সরকারের আমলে।

নাজমা সুলতানা নীলা রাজধানীর বেরাইদে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহণ করেন। তার নানা মরহুম হাজি আলী আকবর চেয়ারম্যান,জাতির জনক বঙ্গবন্ধুর আস্থাভাজন ছিলেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার রাতেও তিনি বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ শেষে বাসায় ফিরেন আসার সময় বঙ্গবন্ধু বলেছিলেন আলী আকবর আজকে যেওনা থেকে যাও অনেক রাত হয়ে গেছে সেদিন যদি থেকে যেতেন হয়তো বঙ্গবন্ধুর সহযাত্রী হতেন, বঙ্গবন্ধুর আস্থাভাজন বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাজি আলী আকবর মৃত্যুর পুর্বমুহুর্ত পর্যন্ত বেরাইদ ইউনিয়ন (বর্তমান ৪২ নং ওয়ার্ড) আওয়ামীলীগ এর সভাপতি ছিলেন। নাজমা সুলতানা নীলার মা বঙ্গবন্ধুর সাথে একই টেবিলে খেয়েছেন,জীবনের ঝুকি নিয়ে বঙ্গবন্ধুর পোষ্টার শুকিয়েছেন,কিন্তু আজ তারা নব্ব আওয়ামীলীগারদের জন্য পরিত্যক্ত হয়ে আছে। নাজমা সুলতানা নীলা দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। ২০০৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেরাইদ ইউনিয়ন (বর্তমান ৪২ নং ওয়ার্ড) আওয়ামীলীগ এর মহিলা সম্পাদিকা ছিলেন।

এযাবৎ যত কাজ করেছেন নিজের অর্থায়নে করেছেন। অদম্য সাহসী এ নারী বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন ,ছাত্রছাত্রীদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছেন। নাজমা সুলতানা নীলার সম্পাদনায় পিপলস নিউজ টুয়েন্টি ফোর ডটকম নামে একটি জনপ্রিয় অনলাইন পত্রিকা নিয়মিত আপডেট হচ্ছে।

তিনি রোটারি ক্লাব অফ ঢাকা স্কলার্স এর পরিচালক হিসেবে আছেন। একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন, ব্যক্তিগত প্রয়োজনে সংগঠন থেকে কোন সুবিধা কখনোই নেননি। তিনি গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংরক্ষিত আসনে আমাকে বিবেচনা করলে, আমি আমার মেধা শ্রম ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা দিয়ে এলাকার উন্নয়ন ও নারীদের সু সংগঠিত করতে পারবো।