তাড়াশ

সংবাদপ্রকাশের পর তাড়াশের সেই বেকারী কারখানাটি বন্ধ করলো নিরাপদ খাদ্য পরিদর্শক

তাাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস বাজারে অনুমোদনহীন সেই আলোচিত বেকারী কারখানাটি বন্ধ করে দিয়েছে নিরাপদ খাদ্য পরিদর্শক। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আজগর আলী আজ সোমবার দুপুরে সরজমিনে গিয়ে ওই নোংরা পরিবেশের বেকারী কারখানাটি বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার ভেজাল খাদ্যর বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহনের নির্দেশ দিয়েছেন। সেই আলোকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের নির্দেশে অনুমোদনহীন ওই বেকারী কারখানায় অভিযান চালানো হয়। ওই বাজারের একটি বাড়ী ভাড়া নিয়ে আব্দুল হামিদ দীর্ঘ দিন ধরে তৈরী করছে বিভিন্ন ধরনের বেকারী খাবার। এ খাদ্য তৈরির কারখানার নেই কোন সরকারী অনুমোদন। খাবার দেখে বোঝার উপায় নেই এটি কোন বেকারির উদপাদন। এ বেকারিতে মানা হয় না নিরাপদ খাদ্য তৈরির কোন নিয়ম। এ কারখানায় তৈরি করা খাবারে বসছে মশা, মাছি ও পোকা, পরছে ধুলা বালি ও শ্রমিকের ঘাম। কারখানায় নেই স্যানিটেশন এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা। এমনকি নেই প্রতিষ্ঠানের সাইনবোড পর্যন্ত। এমন বেকারী কারখানা ঘিরে স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকাসহ বিভিন্ন অনলাইনে খবর প্রকাশ হয়। এরই জের হিসেবে স্থানীয় ৪ জন সাংবাদিকের বিরুদ্ধে ওই বেকারীর মালিক সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজির একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগটি সঠিক নয় বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আপোষ মিমাংশার কথা বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।