শেখ হাসিনা এবং আঃলীগ জনবান্ধব ও অসহায় বান্ধব সরকারঃ মোহাম্মদ নাসিম
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ মোহাম্মদ নাসিম বলেছেন শেখ হাসিনা এবং আঃলীগ-ই একমাত্র জনবান্ধব ও অসহায় বান্ধব সরকার। সিরাজগঞ্জের ছোনগাছায় আঞ্চলিক আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সমাজসেবা অধিদফতর কতৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তি এবং বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ওস্তাদ সাগরেদদের মাঝে ভাতা বহি ও অনুদান বিতরণ অনুষ্ঠান-২০১৯ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন আমি বন্যাকবলিত কয়েকটা এলাকা ঘুড়ে দেখেছি, তাদের পাশে দাড়িয়েছি। বন্যার্তদের সার্বিক সহযোগিতা সরকার প্রদান করছে। এসময় তিনি এই প্রকল্পের প্রশংসা করে বলেন এই ভাতা অন্য কোনো সরকার কখনও দেয়নি, এদের দেখারও কেও ছিলনা। কিন্তু আপনাদের প্রিয় সরকার, জন ও অসহায় বান্ধব শেখ হাসিনা সরকার সেই কাজটি আপনাদের জন্য করেছেন। এসময় তিনি সবার কাছে প্রধানমন্ত্রী সেখ হাসিনার জন্য সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে দোয়া করার আহবান জানান।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মাদ মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাগবাটী ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বহুলী ইউপির চেয়ারম্যান রুহুল আমীন, আওয়ামীলীগ নেতা ইউসুফ আহমেদ সহ অন্যান্য নেতাকর্মী, ভাতাবহি ও অনুদান গ্রহীতাগণ সহ সর্বস্তরের জনসাধারন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম।