শিয়ালকোল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণএবং সাবেক চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সাজ সাজ রব উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে- সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও ইউপি সদস্যাগণকে বরণ ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান সেখ সহ সাবেক ইউপি সদস্যাগণ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় সদর উপজেলা ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সহ সকল বিজয়ী ইউপি সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে বরণ করে নেওয়া হয়। এবং সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান শেখ সহ প্রাক্তন ইউপি সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হক , শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হোসেন মিস্ত্রী, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম, শিয়ালকোল ইউপির প্রাক্তন চেয়ারম্যান শাহজামাল আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী হাজী জুড়ান আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি প্রমূখ। অনুষ্ঠানে এসময় শিয়ালকোল বাজার সমিতির সভাপতি আনোয়ার হোসেন, শিয়ালকোল ইউনিয়ন যুবমহিলালীগের সভানেত্রী শিমু পারভীন, সাধারণ সম্পাদক পারুল খাতুন, সাংগঠনিক সম্পাদক সনিয়া খাতুন, নারী নেত্রী হুনুফা খাতুন সহ শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তি বর্গের অনেকে উপস্থিত ছিলেন।